Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে খাগরিয়া

 

## কালের স্বাক্ষী বহনকারী সাঙ্গু নদীর তীরে গড়ে  উঠা সাতকানিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম হলো খাগরিয়া ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ খাগরিয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

(ক) ইউনিয়নের নাম  : ০২ নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ৮৬৫ হেক্টর।

গ) লোকসংখ্যা – ২৬৮৩১ জন । পুরুষ ১২৯০৮জন, নারী ১৩৯২৩ জন। (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৩ টি। ১) খাগরিয়া, ২) চরখাগরিয়া, ৩) মৈশামুড়া

ঙ) মৌজার সংখ্যা – ৪ টি। ১) খাগরিয়া,২) চরখাগরিয়া,৩) মোহাম্মদ খালী, ৪) মৈশামুড়া

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি। ১) খাগরিয়া ভোরবাজার,২) খাগরিয়া নুরুমার্কেট, ৩) চরখাগরিয়া শাহ আমিন সেন্টার,

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস/রিক্সা।

জ) শিক্ষার হার –৩৭ %। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি   

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো:  জসীম উদ্দীন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০৫/১৯৭৭ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৫/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৩১/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

            ১) খাগরিয়া, ২) চরখাগরিয়া, ৩) মৈশামুড়া

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।