Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাগরিয়া ইউনিয়নের ইতিহাস

বৃটিশ আমলে সাতকানিয়া থানার খাগরিয়া নলুয়া ইউনিয়ানের অধিবাসীদের নিয়ে খাগরিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ নামকরণ ছিল। ১৯২২-২৩ ইং সালে  তৎকালীন সরকারের আমলে খাগরিয়া ইউনিয়নের আলাদা নামকরণ করা হয়েছে ০২ নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ। চন্দনাইশের দোহাজারী -সাতবাড়ীয়া ইউনিয়নের দেোয়ান হাট এলাকার পাশ ঘেষে শঙ্খ নদীর  অবস্থান ছিল। এ শঙ্খ নদীর দক্ষিণ পার্শ্বস্থ এলাকাটি হল ০২ নং খাগরিয়া ইউনিয়ন। উনবিংশ শতাব্দীর শুরুতে এ এলাকায় খাগরা বন ছিল।খাগরা বন থাকার কারণে এ ইউনিয়নের নাম খাগরিয়া ইউনিয়ন নামকরণ করা হয়েছে।